15 C
আবহাওয়া
১১:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » আবুধাবিতে ড্রোন হামলা: নিহত ৩, আহত ৬

আবুধাবিতে ড্রোন হামলা: নিহত ৩, আহত ৬

আবুধাবিতে ড্রোন হামলা

বিএনএ, বিশ্বডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনি সেনাবাহিনীর হামলায় অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। সোমবারের এ হামলায় ২০টি ড্রোন ও ১০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আমিরাতের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি। আবুধাবিতে ইয়েমেনিদের হামলা এখনও অব্যাহত রয়েছে বলে টিভির খবরে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আবুধাবি শহরের প্রাণকেন্দ্রের শিল্পাঞ্চলে হামলা হয়েছে। কোনো কোনো স্থানে আগুন ধরে গেছে। সেখান থেকে ধোঁয়া উড়ছে।

এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, কয়েক ঘণ্টা পরে এই হামলা সম্পর্কে বিবৃতি প্রকাশ করা হবে।

এমিরেটস নিউজ এজেন্সি বা ডাব্লিউএএম জানিয়েছে, আবুধাবিতে দুটি বিস্ফোরণ ঘটেছে। এর একটি বিস্ফোরণ ঘটেছে অ্যাডনক কোম্পানির তেল সংরক্ষণাগারের কাছে। অপর বিস্ফোরণটি আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে।
ইয়েমেনের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আশ শামি বলেছেন, আজকের হামলার মাধ্যমে আবুধাবির কাছে শাস্তির বার্তা পাঠানো হয়েছে।

গতকাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবুধাবিকে আগ্রাসী তৎপরতা অব্যাহত রাখার পরিণতির বিষয়ে সতর্ক করেছিল। (পার্সটুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ