17 C
আবহাওয়া
৫:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বছরের প্রথম শিরোপাটা নিজেদের করে নিল রিয়াল

বছরের প্রথম শিরোপাটা নিজেদের করে নিল রিয়াল

বছরের প্রথম শিরোপাটা নিজেদের করে নিল রিয়াল

বিএনএ ক্রীড়াডেস্ক: স্প্যানিশ সুপার কাপ ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপানির্ধারণী ম্যাচে গোলের দেখা পেয়েছেন লুকা মদ্রিচ ও করিম বেনজেমা। বার্সা এই শিরোপা জিতেছে সর্বোচ্চ ১৩ বার, রিয়াল জিতল  ১২ বার।

রোববার (১৬ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম সাফল্য পায় রিয়াল। আক্রমণের শুরুটা করেন চোট পাওয়া আসেনসিওর বদলে সুযোগ পাওয়া রদ্রিগো। বিলবাওয়ের ডি-বক্সে মদ্রিচকে বল পাস দেন এই ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড। আর প্রথম ছোঁয়ায় জোরাল উঁচু শটে ঠিকানা খুঁজে নেন এই ক্রোয়াট মিডফিল্ডার। চলতি মৌসুমে রিয়ালের হয়ে এটিই তার প্রথম গোল।

বিরতির পর ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কার্লো আনচেলোত্তির দল। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বল জালে পাঠাতে ভুল করেননি ফরাসি স্ট্রাইকার।

২-০ গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বিপদের মুখ দেখে ৮৬ মিনিটে। যখন রাউল গার্সিয়ার গোলমুখে হেড এডার মিলিতাওয়ের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে লাল কার্ড দেখান। ফলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। যদিও রিয়ালকে এই দফায় উদ্ধার করেন গোলরক্ষক থিবো কর্তোয়া। গার্সিয়ার পেনাল্টি ফিরিয়ে দিয়ে ম্যাচে ব্যবধান কমতে দেননি তিনি।

ম্যাচের বাকিটা সময় একজন কম নিয়ে খেললেও কোন বিপদ ঘটতে দেয়নি স্প্যানিশ জায়ান্টরা। ফলে দ্বাদশবারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপাটা নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার