29 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - জুন ২৯, ২০২৪
Bnanews24.com
Home » দুপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা

দুপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা


বিএনএ, ঢাকা : মহান বিজয় উপলক্ষে বিজয় শোভাযাত্রা করবে বিএনপি।শুক্রবার(১৫ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে  বিজয় র‌্যালি মগবাজার গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এ বিজয় র‌্যালি বের করা হবে।

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীকে এ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

এরই মধ্যে নয়াপল্টনে মাইক  টানানো হয়েছে।  তালাবদ্ধ দলীয় কার্যালয় সামনে রাখা হয়েছে কয়েকটি পিকাপ। আশপাশের অলিগলিতে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন দলীয় নেতাকর্মীরা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ