26 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - জুলাই ১৬, ২০২৫
Bnanews24.com
Home » মুক্তিযুদ্ধ যাদুঘরের দাবিতে সাকার বাড়ি ঘেরাও

মুক্তিযুদ্ধ যাদুঘরের দাবিতে সাকার বাড়ি ঘেরাও

মুক্তিযুদ্ধ যাদুঘরের দাবিতে সাকার বাড়ি ঘেরাও

বিএনএ, চট্টগ্রাম : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন টর্চার সেল হিসেবে পরিচিত গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর বানানোর দাবি জানিয়েছে ১১ জেলার মুক্তিযোদ্ধা কমাণ্ডার ও তাদের সন্তানরা।  বুধবার(১৬ নভেম্বর) চট্টগ্রামের গুডস হিলে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে তারা। এ সময় সাকা চৌধুরীর পরিবারের রাজনীতি নিষিদ্ধ  ও সম্পদ বাজেয়াপ্তের দাবি জানায় তারা ।

একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধাদের ধরে এনে গুডস হিলে টর্চার করা হতো।

এর আগে চট্টগ্রাম বিভাগীয়  কমিশনারের মাধ্যমে ১১ জেলার মুক্তিযোদ্ধা কমান্ডারদেরউপস্থিতিতে  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নগরীর জামাল খানের মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সমাবেশের আয়োজন  করে। পরে সমাবেশ থেকে গুডস হিলের বাসভবন  ঘেরাও করেন তারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ