37 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » তেলাপোকা মারার ওষুধ খেয়ে ১১ মাসের শিশুর মৃত্যু

তেলাপোকা মারার ওষুধ খেয়ে ১১ মাসের শিশুর মৃত্যু

তেলাপোকা মারার ওষুধ খেয়ে ১১ মাসের শিশুর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর মগবাজার নয়াটোলা এলাকার একটি বাসায় অসাবধানবসত তেলাপোকা মারার ওষুধ খেয়ে আমানুল্লাহ আইয়ান নামে ১১ মাসের এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। সোমবার ( ১৫ নভেম্বর) রাতে মুমূর্ষু অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদা মো. ফজলু মিয়া জানান, তাদের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হামদিরপাড়া গ্রামে। মগবাজার নয়াটোলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।শিশু আইয়ানের বাবা রেজাউল করিম প্রাইভেটকার চালক। মা নাজমিন আক্তার গৃহিণী।বাবা রেজাউল কাজে বাইরে ছিলেন। মা নাজমিন দুই ছেলেকে নিয়ে বাসাতেই ছিলেন। তেলাপোকা মারার ওষুধ এনে তোষকের নিচে রেখেছিল। সন্ধ্যার দিকে আইয়ান তোষকের নিচে তেলাপোকা মারার ওষুধ পেয়ে খাবার মনে করে খেয়ে ফেলে। পরে বমি করতে থাকে। মা নাজমিন আক্তার টের পেয়ে অন্য স্বজনদের সহায়তায় মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/আমিন

Loading


শিরোনাম বিএনএ