18 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » আফগানিস্তানে ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে

আফগানিস্তানে ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে


বিএনএ নিউজ : আফগানিস্তানে কয়েকলাখ বাস্তুচ্যুত মানুষ একদিকে খাদ্য সংকট অন্যদিকে শীতের আগমনে পরিবার পরিজন নিয়ে চরম দুদর্শায় পড়েছে। বিশ্ব খাদ্য সংস্থা বলেছে, দেশটির ২৪মিলিয়ন(২কোটি ৪০লাখ) নাগরিক এখন খাদ্য সংকটে রয়েছে তার মধ্যে ৮৭লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পতিত। খবর তোলো নিউজ এর।

খবরে বলা হয়, বিশ্ব খাদ্য সংস্থা(The World Food Program (WFP) জানায়, আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট চলছে। মুখপত্র ওয়াহিদুল্লাহ আমানি বলেন, সংস্থা চেষ্টা করছে খাদ্য সরবরাহ করতে তবুও বিপুল সংখ্যক জনগণকে দ্রুত খাদ্য দেয়া সহজ নয়।তবে সংস্থা ২০২২ সাল পর্যন্ত খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি নিয়েছে।

যুদ্ধে বাস্তুচ্যুত কাবুলে খোলা আকাশের নিচে তাঁবুতে বসবাসকারি ছয় সন্তানের জননি গুলজার, বলেন তার বাচ্চারা প্রতিদিন মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য পাবার আশায় ঘুরে বেড়ায়, কোন দিন কিছু পায়, না হয় খালি হাতে ফিরে আসে। কারও সহায়তা পেলে খেতে পারি না হয় অভুক্ত থাকতে হয়। এভাবে তাদের জীবন চলছে। শিশুদের নিয়ে খুব কষ্টে আছি।

একই কথা বলেন, জান মোহাম্মদ। তিনিও বাস্তুচ্যুত। কাবুলের পথে , দোকানের আঙ্গিনায় রাত কাটান সপরিবারে। তার পরিবারের মোট সদস্য ৪জন।

বিএনএ, জিএন

 

Loading


শিরোনাম বিএনএ