বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা নিয়ে লেখা বইয়ে বিজেপি-আরএসএসের হিন্দুত্ববাদকে আইএস-বোকো হারামের জঙ্গিবাদের সঙ্গে তুলনা করায় কংগ্রেস নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিজেপি নেতাকর্মীরা।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে তার নৈনিতালের বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় সংবাদ প্রতিদিন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, হামলাকারীদের হাতে বিজেপির পতাকা ছিল। বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার পরে তারা আগুন ধরিয়ে দেয়। পোড়ানো হয় সালমান খুরশিদের কুশপুত্তলিকা।
কুমায়ুনের ডিজিআই নীলেশ আনন্দ জানান, হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাকেশ কপিলসহ আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এদিকে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ভিডিও ফেইসবুকে পোস্ট করে সালমান খুরশিদ লেখেন, ‘আমার মনে হয় এই বন্ধুরা আজ নিজেরাই প্রমাণ দিয়ে গেলেন, আমি উগ্র হিন্দুত্ব নিয়ে কিছু ভুল বলেছিলাম কি?’
ভিডিওতে দেখা যায়, দাউদাউ করে আগুন জ্বলছে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। ভাঙচুর চালানো হয়েছে দরজা ও জানালাতেও।
এদিকে সালমান খুরশিদের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, ‘লজ্জাজনক ঘটনা। সালমান খুরশিদ এমন একজন নেতা যিনি গোটা পৃথিবীতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন।’
প্রসঙ্গত, সোমবারই প্রকাশিত হয় সালমান খুরশিদের লেখা বই ‘Sunrise Over Ayodhya: Nationhood in Our Times’। বইয়ের একটি অংশে বলা হয়, ‘সনাতন ধর্ম বা সনাতন হিন্দু ধর্মও উগ্র হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত হয়েছে। এই উগ্র হিন্দুত্ব সবদিক থেকেই আইএস বা বোকো হারামের মতোই উগ্র জেহাদি সংগঠনের সমার্থক।’
এরপরই বিজেপির একাধিক নেতা অভিযোগ করেন, সালমান খুরশিদ আসলে ঘুরিয়ে হিন্দুদের অপমান করেছেন। তাদের দাবি ছিল, কংগ্রেস যদি হিন্দুদের সম্মান করে থাকে, তাহলে সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করুক কংগ্রেস।
বিএনএনিউজ২৪/এমএইচ