20 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল মেরিনার্স

আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল মেরিনার্স

আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল মেরিনার্স

বিএনএ,স্পোর্টসডেস্ক : ক্লাব কাপ হকিতে আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেল মেরিনার ইয়াংস ক্লাবটি । শনিবার(১৬ অক্টোবর) মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলাটি অনুুষ্ঠিত হয়েছে।

সোহানুর রহমানের জোড়া গোল ও অভিষেক কুমারের গোলে বড় জয় পায় ক্লাবটি। ২০১৮ সালে এই টুর্নামেন্টের ফাইনালে আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছিল মেরিনার্স। তবে এবার পাল্টা নিল মেরিনার্স।

ম্যাচের ২০ মিনিটে সোহানুর গোল করে মেরিনার্সকে এগিয়ে নেন। বিরতির পর  ৫৫ তম মিনিটে দারুণ এক রিভার্স হিটে অভিষেক কুমার গোল করে লিড দ্বিগুন করে। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে জয় অনেকটা নিশ্চিত করে সোহানুর রহমান। গতবার আবাহনীকে জেতানো এই খেলোয়াড় এবার মেরিনার্সের জয়ে করলেন জোড়া গোল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ