16 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » আইসের বড় চালান জব্দ : গ্রেফতার মূলহোতা

আইসের বড় চালান জব্দ : গ্রেফতার মূলহোতা

আইসের বড় চালান জব্দ

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে। এসময় আইস সিন্ডিকেটের মূলহোতা খোকনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৬ অক্টোবর) সকালে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এটিই জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।

এ বিষয়ে বিস্তারিত দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ