29 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ফুলবাড়িয়ায় প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

ফুলবাড়িয়ায় প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার


ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগ থেকে মেয়ে নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ভরাডোবা সাগরদিঘী সড়কের দোলমা গ্রামে এ ঘটনা ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নবজাতকটিকে উদ্ধার করা স্থানীয় আ. ছালাম বলেন, প্রতিদিনের ন্যয় সকালে হাটার সময় দোলমা গ্রামে সাগরদিঘী সড়কে এক বৃদ্ধা মহিলা প্লাস্টিকের ব্যাগ দেখিয়ে বলে এখান বিড়ালের বাচ্চার মত শব্দ আসছে। আমিও ওই ব্যাগের কাছে গেলে বিড়ালের বাচ্চার মত শব্দ পাই। পরে ব্যাগ খুলে দেখি একটি মেয়ে নবজাতক কাঁদছে। তখন নবজাতকের শরীরে রক্ত লেগেছিল ও নাড়ি কাটা হয়নি।

ধারণা করা হচ্ছে, রাতে নবজাতক জন্ম নেয়ার সাথে সাথেই এখানে ফেলে গেছে। এমতাবস্থায় বিষয়টি জানাজানি হলে লোকজন জড়ো হয় এবং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। সাথে সাথে স্বাস্থ্যকর্মী এসে জানায় নবজাতক সুস্থ আছে। পরে নবজাতকটিকে এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেন ও পুলিশ স্থানীয় শহরবানু এক নারীর জিম্মায় রেখে দেন।

এবিষয়ে এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, নবজাতকের প্রয়োজনীয় জিনিষপত্র কিনে এই মাত্র স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, নবজাতক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে স্বাস্থ্য কর্মীও গিয়েছিল। স্বাস্থ্য কর্মী জানিয়েছিল নবজাতক সুস্থ আছে। তাই স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ শহরবানু নামে এক নারীর কাছে নবজাতকটিকে জিম্মায় দেয়া হয়েছিল। তবে, এখনই নবজাতকটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে, খোঁজ নিয়ে নবজাতকটিকে এখনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি।

বিএন এ নিউজ,হামিমুর রহমান হামিম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত ১ বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার ১ নভেম্বর হতে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে শিল্প স্থাপনে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার জাপানে শতবর্ষী নাগরিকের সংখ্যা ৯৫ হাজার ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ঝিনাইদহে দুই শিবিরকর্মী হত্যার দায়ে ৮পুলিশসহ ২৩জনের বিরুদ্ধে মামলা জুলাই গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিক হলেও রেহাই নেই : নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দর মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ