14 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপল কানাডা

ভূমিকম্পে কাঁপল কানাডা

সারাদেশে ৫. ৭ মাত্রার ভূমিকম্প

বিএনএ, বিশ্বডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কানাডায়। সোমবার হওয়া রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫।

খবরে বলা হয়, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি দেশটির উপকূলীয় শহর পোর্ট ম্যাকনিলকে কাঁপিয়ে তোলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন জাতীয় সুনামি কেন্দ্র থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্প সুনামি সৃষ্টি করার মতো শক্তিশালী ছিল না।

এর আগে গত বছরের অক্টোবরে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় মৃদু ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় প্রায় মধ্যরাতে অনুভূত সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৯।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ