26 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী

ঢাকা: সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মাহবুব আলী ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসনে নির্বাচিত হন এবং টানা দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে হেরে যান।

আইন অনুযায়ী, গ্রেফতারকৃত মাহবুব আলীকে আজ সোমবার আদালতে পাঠানো হবে এবং তার রিমান্ডের আবেদন করা হবে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ