31 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ার সাবেক কাউন্সিলর খালেদা বেগমের ইন্তেকাল

সাতকানিয়ার সাবেক কাউন্সিলর খালেদা বেগমের ইন্তেকাল

শোক সংবাদ

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম): সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র প্রাক্তন শিক্ষিকা ও সাতকানিয়া পৌরসভার মহিলা আসনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সাবেক সফল মহিলা কাউন্সিলর খালেদা বেগম শুক্রবার (১৫সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা বেগম দীর্ঘ দিন ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন। শনিবার(১৬সেপ্টেম্বর) সকালে সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়া আঞ্জুমান হাফেজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া,  প্রফেসর ড. আবু রেজা মো. নিজামুদ্দিন নদভী এমপি, পৌরসভার প্যানেল মেয়র এ,কে,এম মোর্শেদ, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আরাফাত উল্লাহ, সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরিমল কান্তি পাল, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ