17 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ জানান দিল বিশ্বকাপে আমরাও আছি-শোয়েব আকতার

বাংলাদেশ জানান দিল বিশ্বকাপে আমরাও আছি-শোয়েব আকতার

পাকিস্তানি সাবেক জনপ্রিয় ক্রিকেটার শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি সাবেক জনপ্রিয় ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, ভারতকে হারিয়ে বাংলাদেশ দল জানান দিল আসন্ন বিশ্বকাপে আমরাও প্রতিদ্বন্দ্বিতায় আছি। এশিয়া কাপে বাংলাদেশ,  শ্রীলংকা ও পাকিস্তানের কাছে হেরে গেলেও ভাল লড়াই করেছিল।

ভারতেকে হারিয়ে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় আদায় করে নিয়েছে সাকিব আল হাসানের দল। ভারতের জন্য এই হার ‘লজ্জাজনক’। পাশাপাশি এই জয়ে পাকিস্তানিরা খুশি হবেন বলেও মন্তব্য করেছেন সাবেক এ ফাস্ট বোলার।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলংকা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল।

তিনি বলেন, বাংলাদেশও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই।

বিশ্বকাপে ফেবারিট-তত্ত্বের সমালোচনা করে শোয়েব আরও বলেন, ‘ভারত-পাকিস্তানকে নিয়ে আমরা বলছি, এ দুই দল ফেবারিট। আর আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই চার দলের মধ্যে দুই দল ফাইনাল খেলবে। এর বাইরে আর কিছু হবে না। ব্যাপারটা কিন্তু এমন নয়। ভবিষ্যদ্বাণী আপনারা নিজেদের কাছেই রাখুন। ভারত এত বড় দল, কিন্তু বাংলাদেশের কাছে হারল। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ শুবমানের সেঞ্চুরিও কাজে এল না। শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।’

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার