27 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » ভারতের তরি ডুবিয়ে সুখবর পেল বাংলাদেশ

ভারতের তরি ডুবিয়ে সুখবর পেল বাংলাদেশ

ভারত

স্পোর্টস ডেস্ক: ভরসার মাঝিতে ভর করে তরি ডুবেছে ভারতের। খেলার শুরু থেকে বাংলাদেশকে একাই ভোগাচ্ছিলেন ভারতের ওপেনার শুভমন গিল। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে আরও আগ্রাসী হয়ে উঠেন তিনি। অবশেষে ভারতের সেঞ্চুরিয়ানকে থামালেন মাহেদী হাসান। সাজঘরে ফেরার আগে ১৩৩ বলে ১২১ রান করেন গিল।

এশিয়া কাপের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও কাল পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজেয় রোহিত শর্মাদের হারিয়েছে টাইগাররা। এমন জয়ে ফিরে এসেছে ১১ বছর আগের স্মৃতি। ২০১২ সালে এশিয়া কাপে ভারতকে হারানোর পর কালই প্রথম আবার প্রতিবেশী দেশটির বিপক্ষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে জয় পেয়েছে লাল-সবুজের দল। এদিকে ভারতকে হারিয়ে আরও একটি সুখবরও পেয়েছে বাংলাদেশ।

সুপার ফোরে বাচা-মরার লড়াইয়ে পাকিস্তানকে শেষ ওভারের নাটকীয়তায় হারিয়েছিল শ্রীলঙ্কা। ফলে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাওয়ার সাথে র‍্যাঙ্কিংয়েও উন্নতি ঘটে দেশটির। বাংলাদেশকে টপকে ৯৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে আসে লঙ্কানরা। আর টানা হারের কারণে বাংলাদেশ চলে যায় আটে।

তবে ভারতের বিপক্ষে জয় পাওয়ায় নিজেদের হারানো স্থান আবারো দখল করে নিতে পেরেছে বাংলাদেশ। রোহিত শর্মাদের বিপক্ষে জয় পাওয়ায় লাল-সবুজ দলের রেটিং পয়েন্ট এখন ৯৪। ফলে শ্রীলঙ্কাকে টপকে ফের সাত নম্বর স্থান পুনর্দখল করেছে টাইগাররা।

তবে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ ফাইনালে যদি শ্রীলঙ্কা হারাতে পারে ভারতকে তবে চ্যাম্পিয়ন হবার পাশাপাশি ফের সাত নম্বরে উঠে আসার সুযোগ আছে লঙ্কানদের। আগামীকাল বিকাল সাড়ে তিনটায় এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বিএননিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 135 


শিরোনাম বিএনএ