20 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডের মাথায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে জিহাদুল ইসলাম (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জিহাদুল ইসলাম চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের হাজী সালেহ আহমেদের বাড়ির জাহিদুল ইসলামের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় বাকলিয়া থানার এক্সেস রোডের মাথায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলে ধাক্কা দিলে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ