বিএনএ, রাঙামাটি: সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধনী উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হাসেন খান। এময় তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম সস্পর্কে ধারণা প্রদান করেন।
লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি বলেন, ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক এ স্কিমে পেনশন সুবিধা নিতে পারবেন। এমনকি ক্ষেত্রে বিশেষে ৫০ বছরের বেশি বয়সীরাও এ স্কিমে অংশ নিতে পারবেন। এ সর্বজনীন পেনশনের আওতায় চারটি স্কিম রয়েছে। সেগুলো হলো- প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম।
তিনি আরও বলেন, প্রবাস স্কিম (প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য): বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি নাগরিক অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় দিয়ে এ স্কিমে অংশ নিতে পারবেন এবং তিনি দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করতে পারবেন। প্রয়োজনে, স্কিম পরিবর্তন করতে পারবেন। তবে, পেনশন স্কিমের মেয়াদপূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন পাবেন। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ৫ হাজার, সাড়ে ৭ হাজার এবং ১০ হাজার।
প্রগতি স্কিম (বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য): বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক তফসিলে বর্ণিত হারে চাঁদা দিয়ে এ স্কিমে অংশ নিতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মচারীদের জন্য এ স্কিমে অংশ নেওয়ার ক্ষেত্রে স্কিমের চাঁদার ৫০ শতাংশ কর্মচারী এবং অবশিষ্ট ৫০ শতাংশ প্রতিষ্ঠান দেবে। কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এ স্কিমে অংশ না নিলে, ওই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী নিজ উদ্যোগে এককভাবে এ স্কিমে অংশ নিতে পারবেন। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ২ হাজার, ৩ হাজার এবং ৫ হাজার।
সুরক্ষা স্কিম (স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য): অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতী, ইত্যাদি সকল অনানুষ্ঠানিক কর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এ স্কিমে অংশ নিতে পারবেন। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ১ হাজার, ২ হাজার, ৩ হাজার এবং ৫ হাজার টাকা।
সমতা স্কিম (স্বকর্মে নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকদের জন্য): সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত অতি দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিগণকে চিহ্নিত করার নির্ণায়কের ভিত্তিক যাদের নিজস্ব আয় দ্বারা জীবন ধারণের নূন্যতম উপকরণ যোগাড় করা সম্ভব হয় না তারা নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এ স্কিমে অংশ নিতে পারবেন। এই স্কিমের মাসিক চাঁদার পরিমাণ ১০ হাজার টাকা (চাঁদাদাতা ৫০০ টাকা + সরকারি অংশ ৫০০ টাকা)।
প্রেস বিফ্রিংয়ে কিভাবে পেনশন স্কিমে নিজের এনআইডি ও ছবি দিয়ে আইডি খোলা ও টাকা জমা দেওয়া সহ পেনশন কত করে পাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভিডিও কনর্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এই সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করবেন বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হাসেন খান। এসময় তিনি আরও জানান, পার্বত্য জেলা রাঙামাটি থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনর্ফারেন্সে সরাসরি যুক্ত থাকবেন।
প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন,বিএম