বিএনএ, নোবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আগমণের ওপর রচিত নাটক ‘তখন ৭৫’ নোয়াখালীতে মঞ্চায়িত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে জেলা পুলিশ লাইন্সের চেতনায় বঙ্গবন্ধু ম্যুরালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থিয়েটারের এই নাটক মঞ্চায়ন করা হয়।
শহিদ রহমানের মহামানবের দেশে অবলম্বনে রচিত ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ আহমেদের নির্দেশনায় নাটকটিতে অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি থিয়েটারের সভাপতি হাসিব আল আমিন, থিয়েটারের সদস্য খালেদ মাহমুদ ফুয়াদ, আহমেদ বাবু, প্রগতি বৈদ্য, শাজনিন মিম, আশিকুর রহমান ও ইকবাল ওয়াদুদ প্রমুখ অভিনয় করেন।
নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খাইরুল আনম চৌধুরী সেলিম, সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বক্তব্য রাখেন।
নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালীর কমান্ডেন্ট ডিআইজি এসএম রোকনুজ্জামান, পুলিশ সুপার (সিআইডি) মো. বশির আহমেদ, পুলিশ সুপার (পিবিআই) মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহাজাহান, অধ্যাপক কাজী রফিক উল্যাহ, পুনাক সভানেত্রী সীমা পারভীন নিশি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ আমিনুল ইসলাম রাজিব, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, আসাদুজ্জামান চৌধুরী কাজল, মাহবুবুর রহমান প্রমুখ।
বিএনএনিউজ/শাফি মাহবুব,বিএম