16 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে বাসচাপায় ২ জনের মৃত্যু

বিএনএ,ঢাকা : রাজধানীর বনানী ফুটওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় জামিল আহমেদ শুভ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। সোমবার (১৫ আগস্ট) রাত সোয়া ১১টা দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের এক বন্ধু জানান, শুভ আমাদের বন্ধু আমরা একসঙ্গে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছি। মোটরসাইকেলের প্রতি শুভর প্রচুর ঝোঁক ছিল।বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এম শামসুর রহমান জানান, রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ও নিহতের মোটরসাইকেল থানায় নেওয়া হয়।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, বনানী থেকে মহাখালীগামী একটি বড় ট্রাক ওই যুবকের মোটরসাইকটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি নিহত হন।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ