27 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক মন্ত্রী হাছান মাহমুদের মেয়ের ৪ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক মন্ত্রী হাছান মাহমুদের মেয়ের ৪ ব্যাংক হিসাব ফ্রিজ


বিএনএ, ঢাকা : অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা রয়েছে।

বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১১ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখে অপরাধমূলক অসদাচরণ করেছেন হাছান মাহমুদ। এছাড়া ৯টি ব্যাংক হিসেবে ৩৯ কোটি ৭৬ লাখ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

হাসান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্যদের নামে ১২১টি সন্দেহজনক হিসাব পরিচালিত হচ্ছে যার লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক। এসব লেনদেনে তার মেয়ে ও দুই ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সম্পৃক্ততা স্পষ্ট। এসব সম্পদ হাছান মাহমুদের জ্ঞাত আয় বহির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ