27 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - জুলাই ১৬, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ জন নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায়  ইসরায়েলি বাহিনীর আরও  ৬১ জন নিহত হয়েছেন।  মঙ্গলবার (স্থানীয় সময়) উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলের এক বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছেন মেডিকেল সূত্রগুলো।

দক্ষিণ গাজার রাফাহর উত্তরে একটি বিতর্কিত সহায়তা কেন্দ্রের সামনে ইসরায়েলি হামলায় আরও অন্তত দুজন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন।

জাতিসংঘের তথ্যমতে, মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত গাজায় খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৭৫ জন।

প্যালেস্টাইন সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ভোর থেকে উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলার পর তাদের দল অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে এবং বহু আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়েছে।

এর মধ্যে গাজার জাবালিয়া শহরসহ ১৬টি এলাকার বাসিন্দাদের  নতুন করে ‘জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ’ জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আল জাজিরার সংবাদদাতা মোয়াথ আল-কালহুত জানান, “মানুষজন গাড়ি বা গাধার গাড়িতে করে এলাকা ছেড়ে পালাচ্ছেন। কিন্তু কোথায় যাবেন, সেটা কেউ জানেন না। জ্বালানির অভাবে যানবাহন চলতে পারছে না, ফলে অবস্থা খুবই বিশৃঙ্খল ও আতঙ্কজনক।”

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ