27 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » জুলাই শহীদ দিবস আজ,পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

জুলাই শহীদ দিবস আজ,পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক


বিএনএ, ঢাকা: ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। চব্বিশে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের শুরুতে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। এ দিনটিকেই ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করে সরকার।

এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া শহীদদের রুহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সরকারি ঘোষণা অনুযায়ী, এই দিবসটি দেশের ইতিহাসে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হবে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ