16 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বৃহস্প‌তিবা‌রের এইচএস‌সি ও সমমা‌নের পরীক্ষা স্থ‌গিত

বৃহস্প‌তিবা‌রের এইচএস‌সি ও সমমা‌নের পরীক্ষা স্থ‌গিত


ঢাকা : বৃহস্প‌তিবা‌রে(১৮ জুলাই ২০২৪) অনু‌ষ্ঠিতব‌্য  এইচএস‌সি ও সমমা‌নের পরীক্ষা স্থ‌গিত ক‌রে‌ছে আন্ত শিক্ষা‌বোর্ড সমন্বয় ক‌মি‌টি।

মঙ্গলবার (১৬ জুলাই) রা‌তে শিক্ষা মন্ত্রাণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে শিক্ষার্থী‌দের নিরাপত্তায় এ সিদ্ধান্ত জানা‌নো হয়।

মঙ্গলবার দিনব‌্যাপী ‌কোটা আ‌ন্দোলন নি‌য়ে সারা‌দে‌শে সংঘর্ষ হয়। এ‌তে ৫জ‌নের মৃতু‌্য ঘ‌টে।

কোটা সংস্কারপন্থী এবং পু‌লিশ ও ছাত্রলীগ কর্মী‌দের ম‌ধ্যে এসব সংঘর্ষ হয়। নিহত‌দের ম‌ধ্যে একজন পথচারীও র‌য়ে‌ছেন।

বিএনএনিউজ /এস‌জিএন/এইচমুন্নী

 

 

Loading


শিরোনাম বিএনএ