21 C
আবহাওয়া
৮:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি

ঢাবিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি

LEAUGE

বিএনএ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন তারা। ‘সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপর বর্বর হামলার’ প্রতিবাদে এ বিক্ষোভ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একইস্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরও সমাবেশ রয়েছে বিকেল তিনটায়। শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করবেন। সোমবার রাত ১১ টার দিকে কার্জন হলের সামনে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দিয়েছেন।

এদিকে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করবে।

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি দেওয়ার পরেই ছাত্রলীগের এমন কর্মসূচি এলো।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ