31 C
আবহাওয়া
৫:০৫ অপরাহ্ণ - মে ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় সুপ্রিম কোর্টের আইনজীবী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় সুপ্রিম কোর্টের আইনজীবী নিহত


বিএনএ, ঢাকা:  রাজধানীর যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের সামনে লাব্বাইক বাসের ধাক্কায় পারভিন সুলতানা আইরিন(৫৮) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী নিহত হয়েছেন। এই ঘটনায় সাখাওয়াত হোসেন হিমেল (৪০) নামে তার এক সহকারি আহত হয়।  রোববার(১৬ জুলাই) দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আইরিনের ভাই ফরিদ উদ্দিন জানান, দুপুরে আমার বোন ও তার এক সহকারি মোটরসাইকেল যোগে নারায়নগঞ্জ কোর্টে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ীর কুতুবখালী হানিফ ফ্লাইওভারে সামনে লাব্বাইক পরিবহনের ধাক্কায়  গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা আমার বোন পারভীন সুলতানাকে মৃত ঘোষণা করেন। আহত সাখাওয়াত হোসেন হিমেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান,এই ঘটনায় লাব্বাইক পরিবহন ও বাসের চালককে আটক করেছে পুলিশ।আমাদের বাসা সূত্রাপুর 8 নম্বর মোহিনী মোহন কাগজি টোলা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্হল থেকে চালক ও বাসটি আটক করা হয়েছে।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ