30 C
আবহাওয়া
৮:৫৫ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে ‘আধুনিক তাঁবুতে’ ঈদের প্রধান জামাত

ফেনীতে ‘আধুনিক তাঁবুতে’ ঈদের প্রধান জামাত


বিএনএ, ফেনী : ঈদুল ফিতরের মতো এবারও ফেনীর মিজান ময়দানে তাপ ও পানি নিরোধক তাঁবু বসানো হয়েছে। সেখানেই সোমবার (১৭ জুন) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে জেলার প্রধান ঈদ জামাত। নামাজে ইমামতি করবেন ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

তাঁবুর ভেতরে ঝলমলে আলো এবং পাঁচশ’টি বৈদ্যুতিক পাখা ব্যবহার করা হয়েছে গরমে আরামদায়ক পরিবেশ নিশ্চিতে।

ফেনী পৌরসভার উদ্যোগে আয়োজিত এ ঈদের জামাত উপলক্ষে মুসল্লিদের জন্য রাখা হয়েছে বোতলজাত পানি এবং খেজুর।

রোববার বিকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এবং পুলিশ সুপার জাকির হাসান।

ফেনী পৌরসভা মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আগামীকাল সোমবার ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে বিষয় মাথায় রেখে এই তাঁবু স্থাপন করা হয়েছে। মিজান ময়দানে জেলার প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়ে থাকে। মুসুল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিতে এসব আয়োজন করা হয়েছে।

জেলায় ইসলামিক ফাউন্ডেশন- এর  উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ জানান, জেলার প্রধান ঈদ জামায়াত মিজান ময়দানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, জহিরিয়া জামে মসজিদে সকাল ৭টায়, সার্কিট হাউজ জামে মসজিদ, মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদ, শান্তি কোম্পানী জামে মসজিদ, পুরাতন রেজিষ্ট্রি অফিস জামে মসজিদ, ফেনী রেল ষ্টেশন জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, হাজারী পাড়া জামে মসজিদ, বিরিঞ্চি কেন্দ্রীয় ছুফিয়া ঈদগাহ, মমিন জাহান জামে মসজিদ, মুন্সি বাড়ী জামে মসজিদ, জেলা কারাগার জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, তাকিয়া বাড়ি মসজিদ, লমি হাজারী বাড়ী জামে মসজিদ ও দক্ষিণ চাঁড়িপুর ঈদগাহ, মধ্য চাঁড়িপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টা, জিএ একাডেমী ঈদগাহ ও পুলিশ লাইন জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ