34 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

saudi

বিশ্ব ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন শুরু হয়েছে। রোববার (১৬ জুন) শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে। শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববীসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের আজ টিভির খবরে বলা হয়েছে, লাখ লাখ মুসলমান মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ঈদের নামাজের জমাতে অংশ নেন।

সৌদি নাগরিক, পাকিস্তানি এবং অন্যান্য বিদেশি নাগরিকদের অংশগ্রহণে সৌদি আরব জুড়ে ১২ হাজারেরও বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মক্কায়, আজ কোরবানির পর হজযাত্রীরা তাদের মাথা ন্যাড়া করবেন এবং তাদের ইহরামের পোশাক খুলে ফেলবেন। এরপর তারা সাধারণ পোশাকে তাওয়াফ আল-জিয়ারাহ (কাবা প্রদক্ষিণ) এবং সাঈ (সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে চলমান) করবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ