30 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - জুন ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আদা কেজিতে বেড়েছে ১২০ টাকা

আদা কেজিতে বেড়েছে ১২০ টাকা

jinger

বিএনএ ডেস্ক: আমদানি বন্ধের অজুহাতে দিনাজপুরের হিলিতে এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। ঈদের আগ মুহূর্তে আদার এমন দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

রোববার (১৬ জুন) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, গত শুক্রবার প্রকারভেদে যে আদা বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ কেজি দরে। এক রাতের ব্যবধানে শনিবার সকাল থেকে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে বন্দরের আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বাজারে আদার চাহিদাও রয়েছে। যে কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

হিলি বাজারে মসলা কিনতে আসা ফরিদুল ইসলাম বলেন, ‘দেশটা মগের মুল্লুক হয়ে গেছে। ১২০ টাকার আদা একলাফে ৩২০ টাকা হয়ে গেছে। এক রাতের ব্যবধানে দাম এত বাড়লে আমাদের মতো গরীব মানুষ কীভাবে বাঁচবে।’

আদা ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘গত শুক্রবার প্রকারভেদে আদা ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। দাম বেড়ে এখন তা পাইকারি ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছি। খুচরা ব্যবসায়ীরা সেটা ৩২০ টাকা কেজি দরে বিক্রি করছেন। আমদানি বন্ধ এবং চাহিদা বেশি থাকায় আদার দাম বৃদ্ধি পেয়েছে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ