20 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে নৌকার পক্ষে প্রচারণায় নায়ক ফেরদৌস

সিলেটে নৌকার পক্ষে প্রচারণায় নায়ক ফেরদৌস

নায়ক

বিনোদন ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। বুধবার বিকেলে মহানগরীর তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় লিফলেট বিতরণ করেন এবং তাকে দেখতে ভিড় জমান স্থানীয় ভোটাররা।

গণসংযোগকালে ফেরদৌস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১ জুন নৌকা মার্কায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি। নৌকা জয়ী হলে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ