18 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » জামালপুরের সাত ইউপি নির্বাচন, আওয়ামী লীগ ৬, স্বতন্ত্র ১

জামালপুরের সাত ইউপি নির্বাচন, আওয়ামী লীগ ৬, স্বতন্ত্র ১

জামালপুরের সাত ইউপি নির্বাচন, আওয়ামী লীগ ৬, স্বতন্ত্র ১

বিএনএ, জামালপুর : জামালপুরের ইসলামপুরের ৬টি ও দেওয়ানগঞ্জ উপজেলার ১টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) প্রতীকে ৬ জন ও ১জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

যারা বেসরকারভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নে আনিছুর রহমান স্বতন্ত্র (চশমা), বেলগাছা আব্দুল মালেক (নৌকা), চিনাডুলী আব্দুস ছালাম (নৌকা), সাপধরী শাহ্ আলম মন্ডল (নৌকা), নোয়ারপাড়া রোমান হাসান (নৌকা) ও পার্থশী ইফতেখার আলম বাবলু (নৌকা)।

দেওয়ানগঞ্জে উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের আশরাফুল ইসলাম আক্কাছ (নৌকা) প্রর্তীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বিএনএনিউজ২৪.কম/এম শাহীন আল আমীন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ