20 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য: রাশিয়া

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য: রাশিয়া

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য: রাশিয়া

বিএনএ বিশ্বডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি  ইসরায়েল  যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।

সিরিয়া বিষয়ক রাশিয়ার বিশেষ দূত আলেকজান্ডার লাভরেন্তিয়েভ ইসরায়েলের  ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য হতে পারে না।সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলা বেড়ে যাওয়ার বিষয়টি অবশ্যই আমরা বিবেচনায় নেব্।

কাজাকিস্তানের রাজধানী নুরসুলতানে আজ (বুধবার) সিরিয়া বিষয়ক আস্তানা শান্তি আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।

এর আগে গত রোববার সিরিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ কঠোরভাবে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছিলেন। একইসঙ্গে তিনি সিরিয়ার উপর ইসরাইলের এ ধরনের হামলা বন্ধ করতে তেলআবিবের প্রতি জোরালো আহ্বান জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ