16 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মীম আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়নের রসুলপুর মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মিম আক্তার রসুলপুর গ্রামের রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে রসুলপুর পূর্ব পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে।

এ ঘটনায় সঙ্গে সঙ্গে ক্ষুদ্ধ হয়ে স্কুলের শিক্ষার্থীরা মহানগর প্রভাতী ট্রেন আটকে রেললাইন অবরোধ করে। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসে শিক্ষার্থীরা ১০ মিনিট পর ট্রেনটি ছেড়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার সময় রসুলপুর মাজার গেট দিয়ে মীম রেললাইন পার হচ্ছিল । এসময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস একসঙ্গে ক্রস করে। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও অপরপাশের ট্রেন না দেখায় চট্টলা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ