16 C
আবহাওয়া
৫:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ফরিদপুরে ট্রাকচাপায় নিহত ৩

ফরিদপুরে ট্রাকচাপায় নিহত ৩

ফরিদপুরে পিকআপ- ইজিবাইক সংঘর্ষ, ২ নারী নিহত

বিএনএ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জন হলেন—বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়ার বাসিন্দা মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান।

তিনি বলেন, কামারখালী থেকে বাগাট মোটর সাইকেল করে ওই তিন বন্ধু আসছিল। ঝড়ে একটি গাছের ডাল ভেঙে সড়কের ওপর পড়েছিল। মোটরসাইকেলটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লাগলে ৩ জন সড়কের ওপর ছিটকে পড়ে। সে সময় মাগুরামুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, মরদেহ ৩টি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ