37 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ১৫ মিনিট পিছিয়ে চবির ভর্তি পরীক্ষা: অনুপস্থিত ২০ শতাংশ

১৫ মিনিট পিছিয়ে চবির ভর্তি পরীক্ষা: অনুপস্থিত ২০ শতাংশ

১৫ মিনিট পিছিয়ে চবির ভর্তি পরীক্ষা অনুপস্থিত ২০ শতাংশ

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা শাটল বিপর্যয়ে ১৫ মিনিট পর শুরু হয়। প্রথম দিনের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২০ শতাংশ শিক্ষার্থী।

শাটল ট্রেনের শিডিউল বিঘ্ন ঘটা এবং রাস্তায় প্রচণ্ড যানজট থাকার কারণে শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছানো নিয়ে ধোঁয়াসা দেখা দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়।

বুধবার (১৬ মে) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের সহযোগী সমন্বয়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান।

তিনি বলেন, শুনেছি নন্দীর হাটে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে এবং পুরো হাটহাজারী সড়কেও মারাত্মক যানজট। ফলে ভর্তি পরীক্ষার্থীদের পাশাপাশি অনেক শিক্ষক বাসও একটু দেরি করে ক্যাম্পাসে পৌছায়। তাই সামগ্রিক বিবেচনায় পরীক্ষা ১৫ মিনিট পরে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

১৫ মিনিট পিছিয়ে চবির ভর্তি পরীক্ষা অনুপস্থিত ২০ শতাংশএছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যান চলাচল বন্ধ থাকায় শেষ মুহূর্তে পরীক্ষার হলে প্রবেশের জন্য শিক্ষার্থীদের ছুটোছুটি করতে দেখা যায়। ফলে শিক্ষার্থীদের কিছুটা দেরি হলেও পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেয় চবি প্রশাসন।

প্রথম শিফটের পরীক্ষায় মোট ১৮ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৮২৭ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৭৯.৪৩%। অন্যদিকে বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া দ্বিতীয় শিফটের পরীক্ষায় মোট ১৮ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৮৪৫ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৭৯.৫০%।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় চবি উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার সাংবাদিকদের বলেন, আমাদের ৫০ বছরের ইতিহাসে কখনো প্রশ্ন ফাঁস হতে দেখিনি। এবারও হবে না ইনশাআল্লাহ। ডিজিটাল জালিয়াতি নিয়ে আমরা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছি। ক্লাসরুমে কোনো জালিয়াতির উপায় নেই। সেখানে শিক্ষকরা খুবই সচেতন থাকেন। এছাড়াও ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যেকোনো পরিস্থিতি সামলে নিতে আমাদের প্রক্টরিয়াল বডি এবং আইনশৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছেন।

উল্লেখ্য যে, চার শিফটে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ১৬ ও ১৭ মে অনুষ্ঠেয় ‘এ’ ইউনিটের পরীক্ষায় সর্বমোট অংশগ্রহণ করবেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তি পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬২ জন।

বিএনএনিউজ/সুমন বাইজিদ,বিএম

Loading


শিরোনাম বিএনএ