17 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ববিতে ছাত্রলীগের সাথে মারধরের ঘটনায় গ্রেফতার ১

ববিতে ছাত্রলীগের সাথে মারধরের ঘটনায় গ্রেফতার ১

ববিতে ছাত্রলীগের সাথে মারধরের ঘটনায় গ্রেফতার ১

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের সাথে সোমবার (১৫ মে) রাতে শহরের জেলা স্কুলের সামনে মারামারির ঘটনায় সুমন নামে একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন।

মারামারির পর সোমবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এর এক ঘন্টা পরেই সাড়ে বারোটায় প্রশাসনের আশ্বাসে ২৪ ঘন্টার আলটিমেটামে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন উক্ত ঘটনায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে গতকাল রাতে মারামারির ঘটনায় মামলার ভিত্তিতে আমরা সুমন নামের একজনকে আটক করেছি। উক্ত ঘটনায় পাঁচজনের নামে মামলা হয়েছে, মামলার নম্বর ৩৭।

ঘটনা সূত্রে জানা যায়, বরিশাল শহরের জেলা স্কুলের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে কথা কাটাকাটি হয় মহানগর ছাত্রলীগের কর্মীদের সাথে। পরে মারামারির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী ছাত্রলীগ নেতা অমিত হাসান ওরফে রক্তিম ও মায়িদুর রহমান ওরফে বাকি মারামারির ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে অতর্কিত হামলা চালায় মহানগর ছাত্রলীগের সুমন, রিয়াজনহ ২০-২৫ জন নেতাকর্মী।

উক্ত ঘটনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতৃত্বে থাকা অমিত হাসাম ওরফে রক্তিম বলেন, গতকালকে সদরে জেলা স্কুলের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওপরে কিছু সন্ত্রাসী হামলা করেন। উক্ত ঘটনা জেনে আমরা ঘটনাস্থলে গেলে আমাদের ওপরেও হামলা করেন। তারপরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রলীগ কর্মীরা মহাসড়ক অবরোধ করেন। এই ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। প্রশাসন জানিয়েছে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক খোরশেদ আলম জানান, গতকালকে রাতে জেলা স্কুলের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে একটি সমস্যা হয় উক্ত ঘটনায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।

বিএনএনিউজ/রবিউল ইসলাম,বিএম

Loading


শিরোনাম বিএনএ