17 C
আবহাওয়া
২:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় প্রাণ

বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের পানুয়াঘাট রাস্তা মাথায় অজ্ঞাত গাড়ির চাপায় হাফেজ মোঃ আবদুল্লাহ আল নোমান ( ১৬)  নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন মাওলানা মোঃ মাহফুজুর রহমান (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষক। মঙ্গলবার বেলা পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ফেনী শহরের খাজুরিয়া এলাকার অধিবাসী ও শান্তি কোম্পানি সড়কের ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনের পুত্র হাফেজ নোমান মোটরসাইকেল যোগে মামা মাওলানা মাহফুজুর রহমানের সাথে ছাগলনাইয়ার নানার বাড়িতে যাচ্ছিলো। কিন্তু কিভাবে সেখানে দুর্ঘটনার শিকার হলেন স্থানীয়রা জানেন না। তবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটতে পারে।

আহত মাওলানা মাহফুজুর রহমান সোনাগাজী উপজেলার কুঠির হাটের চরগোপাগাও এলাকার মৃত আবুল হোসেনের পুত্র ও  চরলক্ষ্মীগন্জ মাদ্রাসার শিক্ষক।

ফেনী পৌরসভার কাউন্সিলর হারুন মজুমদার জানান, নিহত  নোমান একজন কুরআনে হাফেজ। সে ফেনীর সাফায়েতুল উলুম মাদরাসার ছাত্র ছিল।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ঈমাম জানান, খবর পেয়ে পুলিশের ফোর্স ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে নিহতের পিতা মোঃ আলমগীর হোসেনের নিকট হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ