17 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগের আহ্বায়কের মৃত্যু

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগের আহ্বায়কের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদি হাসান রুবেল (৩০) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রুবেল ওই গ্রামে ফিরুজ মিয়ার ছেলে। সে বিরুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত রুবেল সকালে নিজ মৎস্য খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন, শুনেছি আমার ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক মেহেদি হাসান রুবেল বিদ্যুৎস্পৃষ্ঠে মারা গেছেন। এতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/ হামিমুর রহমান , ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত