বিএনএ, চট্টগ্রাম : দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।রোববার (১৬ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সামনে যায়যায়দিনের প্রধান কার্যালয় অবৈধ দখল ও ডিক্লারেশনের বাতিলের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
এ ছাড়া ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন-বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- বর্তমান সরকার গণমুখী নানা পদক্ষেপের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে নতুনভাবে তুলে ধরছে। অথচ কিছু সুযোগ সন্ধানী এবং বর্ণচোরা সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত। তারই ধারাবাহিকতায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান অবৈধভাবে সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার তেজগাঁও শিল্পাঞ্চল’প্রধান কার্যালয় দখল এবং ঠুনকো অজুহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিল করিয়েছেন। এটি শুধু গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর অন্যায় আক্রমণ নয় বরং স্বাধীন সাংবাদিকতার ওপর একটি হুমকি।
বিএনএনিউজ২৪ডটকম