32 C
আবহাওয়া
১০:১৪ অপরাহ্ণ - মার্চ ১৬, ২০২৫
Bnanews24.com
Home » কাড়ি কাড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব ‘সাজ্জাদের স্ত্রী’

কাড়ি কাড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব ‘সাজ্জাদের স্ত্রী’

কাড়ি কাড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব ‘সাজ্জাদের স্ত্রী’

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়েছেন তার স্ত্রী তামান্না শারমিন। ভিডিওতে শারমিন বলেন, আমরা কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে।

রোববার (১৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে লাইভে এসে তিনি এ বক্তব্য দেন। এরপর সেটা ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে তামান্না শারমিন বলেন, ‘আমার জামাই গতকাল (শনিবার) রাতে গ্রেফতার হয়েছে, এতে উল্লাস করার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেফতার হবেই। এতে টেনশন, দুঃখ ও কান্না করার কিছু নেই। আপনারা যারা ভাবতেছেন, আমার স্বামী গ্রেফতার হয়েছে, আর কোনো দিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা।’

১০ থেকে থেকে ১২ দিনের মধ্যে শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে জামিনে মুক্ত করে আনবেন জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিন বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে ফিরে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা। শেষ করবো আমরা। যারা সাজ্জাদের সাপোর্টার আছো, সবাই দোয়া করবে। যাতে ১০-১২ দিনের মধ্যে আমার জামাইয়ের জামিন করাতে পারি।’

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ