32 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - মার্চ ১৬, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় আগুনে পুড়লো ৩ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

আনোয়ারায় আগুনে পুড়লো ৩ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

আনোয়ারায় আগুনে পুড়লো ৩ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুনে পুড়লো ৩ বসতঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাফেজ আহম্মদ ডিলারের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার আবুল হাশেম, আব্দুল মোতালেব এবং নুরুন নবী।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ বলেন, ‘সকাল সাড়ে ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে জামায়াতে ইসলামী। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরি কমিটির সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী। এসময় উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ নাবিদ

 

 

Loading


শিরোনাম বিএনএ