বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের চিন্তা করছে সরকার। রবিবার (১৬ মার্চ ) সকাল ১১টায় স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাই স্কুলের পাশে হাসপাতালটি নির্মাণ করার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা ওই স্থান ঘুরে দেখেন।
এ সময় তিনি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনাও দেন।
বিএনএনিউজ/ নাবিদ