17 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু


বিএনএ, ঢাকা: ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন। বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন খাগালিয়া এলাকার সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (১৬), খুলনার বটিয়াঘাটা থানার বুনারাবাদ এলাকার নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব শিকদার (২২) এবং অপরজন রংপুরের গংগাচড়া থানা এলাকার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৬)। এদের মধ্যে মিঠু পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করত। বাকি দুইজন আল রহমান নীট ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিক। এরা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপসহকারী পরিচালক আলাউদ্দিন মিয়া বলেন, আমরা খবর পাই তিনজন শ্রমিক সেপটিক ট্যাংকে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর আমাদের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। মূলত বিষক্রিয়ায় তারা মারা গেছেন। তাছাড়া ট্যাংকের ভিতর অক্সিজেন শূন্য ছিল। ঘটনার পরই কারখানা কর্তৃপক্ষ পালিয়ে গেছেন।

আশুলিয়া থানার ওসি এসএম কামরুজামান বলেন, সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে পুলিশ। এ ঘটনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ