26 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ‘ঢাকায় হজ যাত্রী‌দের ভিসা ক্লিয়া‌রেন্সের আশ্বাস’

‘ঢাকায় হজ যাত্রী‌দের ভিসা ক্লিয়া‌রেন্সের আশ্বাস’

‘ঢাকায় হজ যাত্রী‌দের ভিসা ক্লিয়া‌রেন্সের আশ্বাস’

বিএনএ ডেস্ক, ঢাকা: বাংলা‌দে‌শি হজ যাত্রীদের ভিসা ক্লিয়া‌রেন্সের শতভাগ কার্যক্রম ঢাকায় সম্পন্ন করার বিষ‌য়ে আশ্বাস দি‌য়ে‌ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা ও রিয়াদের ম‌ধ্যে রাজনৈতিক সংলাপের পর গণমাধ্যমে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপ
ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপ

ড. মো‌মেন ব‌লেন, যারা হ‌জ পালন করতে যা‌বেন তারা যেন সহ‌জে ভিসা ক‌রে যে‌তে পা‌রেন সে বিষ‌য়ে কথা হয়েছে। এ বিষয়ে সৌ‌দির পররাষ্ট্রমন্ত্রী ব‌লে‌ছেন, ভিসা ক্লিয়া‌রেন্সের সব কাজ যেন বাংলা‌দে‌শে হয়, সেজন‌্য তারা সহ‌যো‌গিতা কর‌বেন। সব কার্যক্রম এখা‌নে হ‌লে কো‌নো হয়রা‌নি হ‌বে না। এতে আমা‌দের হজ যাত্রীদের সুবিধা বেশি হবে।

পররাষ্ট্র মন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সে উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দেয়া হয়েছে।

ড. মো‌মেন ব‌লেন, প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে মাত্র ৮০ জন শিক্ষার্থী সেখানে যায়। কোটা কেন পূরণ হয় না? এ বিষ‌য়ে আমরা আলাপ ক‌রে‌ছি।

সমঝোতা স্মারক সই
সমঝোতা স্মারক সই

এর আগে বেলা পৌ‌নে ১১টায় বাংলা‌দেশ ও সৌ‌দি আর‌বের ম‌ধ্যে প্রথম দ্বিপক্ষীয় সংলাপ শুরু হয়। পরে শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে একটি চু‌ক্তি এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের ম‌ধ্যে সহযোগিতা স্মারক সই ক‌রে‌ দুই দেশ।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ

দুপুরে ঢাকা ত্যাগ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

২০১৬ সালের মার্চে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ