26 C
আবহাওয়া
১২:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » আজ জামালপুরের তিস্তা ট্রেনের ৩৬ বছরপূর্তি

আজ জামালপুরের তিস্তা ট্রেনের ৩৬ বছরপূর্তি

আজ জামালপুরের তিস্তা ট্রেনের ৩৬ বছরপূর্তি

বিএনএ,জামালপুর : আজ জামালপুরে তিস্তা ট্রেনের ৩৬ বছরপূর্তি। ১৯৮৬ সালের এই দিনে যমুনা নদীর দুইপাড়ের জনপদকে একতাবদ্ধ রাখতে ঢাকা-দিনাজপুর-ঢাকা ভায়া দেওয়ানগঞ্জ বাজার-বাহাদুরাবাদ ঘাট রুটে চলাচল শুরু করে তিস্তা।

কালের পরিক্রমায় বাহাদুরাবাদ ঘাট বন্ধ হয়েছে । আলাদা হয়েছে ট্রেন। তবে তিস্তার জনপ্রিয়তা কমেনি। বাহাদুরাবাদ ঘাট-বালাসী ঘাট-তিস্তামুখ ঘাট ফেরি সংযোগ বন্ধের পর দুটি রেকে তিস্তা এক্সপ্রেস আলাদা হয়ে তিস্তার একটি অংশ তিস্তা এক্সপ্রেস হিসেবে ঢাকা-বাহাদুরাবাদ ঘাট দেওয়ানগঞ্জ বাজার।

আরেকটি অংশ ৭৬৭/৭৬৮ দোলনচাপা এক্সপ্রেস হিসেবে সান্তাহার-দিনাজপুর রুটে চলাচল করছে। আজ ৩৬ বছর পূর্ণ হলো তিস্তা এবং দোলনচাপা এক্সপ্রেসের।

বিএনএনিউজ২৪.কম/এম শাহীন আল আমীন/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ