18 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর রবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর রবি


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরছে দেশের অন্যতম টেলিকম রবি। আগামী ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রবির স্পন্সর।

শুক্রবার মিরপুরে বিসিবি’র প্রধান কার্যালয়ে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করে বিসিবি ও রবি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন আনুষ্ঠানিকভাবে স্পন্সর হিসেবে রবির নাম ঘোষণা করেন।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবি’র স্পন্সর হিসেবে যুক্ত ছিল।

রবি’র এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, “এ দেশের ক্রিকেটের অনেক প্রথম সাফল্যের সাথে রবির নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবির ‘পারবে তুমিও’ চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সাথে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।”

বাংলাদেশ ক্রিকেটের সাথে নতুন এ যাত্রায় রবিকে স্বাগত জানিয়ে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, “জাতীয় দলের স্পনসর হিসেবে রবির মতে প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিকে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।”

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ