16 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪


বিএনএ ডেস্ক : হবিগঞ্জ জেলার বাহুবলে যাত্রীবাহী একটি বাস উল্টে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সা‌লেহ আহ‌মেদ  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। পরে আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ