ঢাকা: খাদ্যের অপচয় কমানো, টেকসই খাদ্য গ্রহণে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে খাদ্যাভ্যাসের পরিবর্তন করে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস এবং খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়নে সহায়তা করার জন্য খাদ্য মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডের CoMove Foundation এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে CoMove Foundation এর ডাইরেক্টর DAUTZENBERG এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমদ, এনডিসি এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
CoMove Foundation এর সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তা ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করা সম্ভব হবে বলে এতে আশা প্রকাশ
করা হয়।
বিএনএ,এসজিএন