22 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

বিএনএ, লোহগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. দিদার (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চুনতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত দিদার পেশায় রাজমিস্ত্রি। তার পিতার নাম ফৌজুল কবির।

চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জানান, নিজেদের পাকাঘর নির্মাণের কাজ করছিলেন দিদার। সন্ধ্যায় নির্মাণাধীন বসতঘরের সামনে এলোমেলো অবস্থায় থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ