বিএনএ, ক্রীড়াডেস্ক : কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডকে টপকে ফিফা দ্য বেস্ট হলেন মেসি।এ নিয়ে তৃতীয়বার দ্য বেস্ট হলেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে এই অনুষ্ঠানে তিনি ছিলেন না। তার হয়ে পুরস্কার বুঝে নেন থিয়েরি অঁরি।
২০১৯ ও ২০২২ সালেও ফিফার বর্ষসেরা হন মেসি। মেয়েদের এই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি।ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন গতবার ম্যানসিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলা।
বর্ষসেরা গোলের স্বীকৃতি হিসেবে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন বোটাফোগো এসপির গুইলহার্মে মাদরুগা। দূরপাল্লার বাইসাইকেল কিক থেকে তার করা গোল হয়েছে এবার সেরা।
বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, মরক্কো ও আল হিলালের ইউনুস বৌনৌকে হারিয়ে বর্ষসেরা গোলকিপার হয়েছেন ব্রাজিল ও ম্যানসিটির এডারসন। মেয়েদের এই ক্যাটাগরিতে সেরা হয়েছেন ইংল্যান্ড ও ম্যানইউর ম্যারি ইয়ার্পস। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন তিনি।
বছরের সেরা ভক্তের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনায় একটি ক্লাব ম্যাচ চলাকালে নবজাতক সন্তানকে বোতলে করে দুধ খাওয়ানো বাবা।
বিএনএ/ ওজি