16 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » সামরিক শক্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ৪র্থ

সামরিক শক্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ৪র্থ

সামরিক শক্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ৪র্থ

বিশ্বডেস্ক:  দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৪র্থ। বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলংকা, নেপাল ও ভুটানের অবস্থান।

গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকমের সর্বশেষ সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বিশ্বের ১৪৫টি রাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি।

তালিকায় দেখা যায়,  ২০২৪ সালের সামরিক শক্তির বিচারে ১৪৫ রাষ্ট্রের মধ্যে ৩৭তম স্থানে রয়েছে বাংলাদেশের নাম। ২০২৩ সালে এ অবস্থান ছিল ৪০তম। সেই হিসাবে এ বছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় ৩ ধাপ এগিয়েছে।

কোনো দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ৬০টির বেশি বিষয় বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়।

তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে  রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছেন আনুমানিক এক লাখ ৬০ হাজার। নৌবাহিনীর সদস্য রয়েছেন ২৫ হাজার ১০০ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যের সংখ্যা ১৭ হাজার ৪০০ জন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ